প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবে  দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দরকার হলে দুদকের অন্যান্য কর্মকাণ্ড কমিয়ে কাজটি করার চেষ্টা করা হবে। প্রার্থীদের কারো সম্পদের তথ্য সন্দেহজনক হলে সেটা বের করে দুদককে অবগত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।  

সোমবার ( জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে।  

দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। নতুন আইনে আপোষের কথা বলা থাকলে অবশ্যই আগের অবস্থানেই থাকবো আমরা। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলবো।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর