গত ডিসেম্বর মাসে দেশে মোট ৫৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫০৩ জন নিহত ও ১১৮৬ জন আহত হয়েছেন। এ সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এছাড়া ৩৮টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) বিষয়টি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।সংগঠনটির হিসাবে, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ২০৪ জন, বাসযাত্রী ১৪ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৪২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৭ জন, থ্রি-হুইলার যাত্রী ৬৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-পাওয়ারটিলার-টমটম-মাহিন্দ্র) ২২ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৯৪টি জাতীয় মহাসড়কে, ২১৭টি আঞ্চলিক সড়কে, ৫৩টি গ্রামীণ সড়কে এবং ৭৬টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে ঘটেছে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২২টি দুর্ঘটনা ঘটেছে, এতে ১০৭ জন নিহত হয়েছেন। বিপরীতে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনায় ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে