জয়শঙ্করের সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভা‌লো

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী . এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। এটা একটা ভালো জেসচার, পর্যন্তই। এর চেয়ে বেশিকিছু খুঁজতে না যাওয়াই ভালো। তার এ সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো।

বৃহস্পতিবার ( জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন আরও বলেন,  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর সংক্ষিপ্ত ছিল। তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে চলে গেছেন। তার সঙ্গে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি। সে রকম সুযোগও সৃষ্টি হয়নি। তার সঙ্গে যেটুকু কথা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। একেবারেই সৌজন্যবোধ। অন্য সবার সামনে, ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর