পাবনা-৩ আসনে ৭ মনোনয়নপত্র দাখিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- আসন থেকে লড়তে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণফোরাম ও ইসলামী আন্দোলন দলীয় মনোনীত প্রার্থী রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার, গণধিকার পরিষদের প্রার্থী  হাসানুল ইসলাম রাজা, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মীর নাদিম মুস্তাফা ডাবলু, গণফোরামের প্রার্থী সরদার আশা পারভেজ  ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক।

এদের মধ্যে রাজা ও আব্দুল খালেক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তরে, মাওলানা আলী আছগার সহকারি রিটানিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। বাকি প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন বলে জানা গেছে।  

এদিকে, নির্বাচনী আলোচনার বাতাস বেশ জোরেই বইছে এ আসনে। কার কতটুকু জয়লাভের সম্ভাবনা রয়েছে- সেটা নিয়েও তর্ক, বিতর্ক চলছে। নির্বাচনী পরিবেশ কেমন থাকবে সেটাও আলোচনার বাইরে থাকছে না। সব ছাপিয়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোট বিশ্লেষকরা। তাদের মতে- ভোটের দোরগোড়ায় এসে দলীয় সমর্থকরা দলীয় প্রতিকের দিকেই ঝুঁকে পড়বে। তবে স্থানীয় বা এলাকার দিকে যদি ঝুঁকে পড়ে ভোটাররা, সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী ফাক্টর হয়ে  দাঁড়াতে পারে জয়-পরাজয়ে।  

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর