চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এ ধরনের প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে উদ্যোগ, রেমিট্যান্সের ডলারের ক্ষেত্রে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে রেখেছে বড় ভূমিকা। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তিতে আছে।
এদিকে রেমিট্যান্সের উল্লম্মখ প্রবাহের ফলে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে। এ পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭১ মিলিয়ন।
পরিসংখ্যান বলছে, গত বছরের ডিসেম্বরের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৭৬ কোটি ডলার। সেই হিসেবে চলতি বছরের ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৪ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৫ কোটি ডলার। গত বছরের এ সময়ে এসেছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। সেই হিসাবেও প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে