মারা গেছেন ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৫


আততায়ীদের হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুর আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুর নিয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।এদিকে  সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড পেজে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরো বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে আততায়ীরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে  সিঙ্গাপুর নেওয়া হয়।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর