আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ ডিসেম্বর (রোববার) ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব করবেন। এ সভায় অন্যান্য নির্বাচন কমিশনারসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা ও কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়েও আলোচনা হবে। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত ‘আচরণ বিধিমালা ২০২৫’ অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং বিধি বাস্তবায়ন ও বিবিধ বিষয়ে পর্যালোচনা হবে সভায়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে