ঢাকাকে যানজট ও বিশৃঙ্খলামুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে একদিনে বিভিন্ন যানবাহনের নামে এক হাজার ৫৫৫টি মামলা করা হয়েছে। অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান চলমান থাকবে। প্রয়োজনে আরও জোরদার হবে অভিযান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে জানানো হয়, একদিনে ট্রাফিক-মতিঝিল জোনে ২২টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী জোনে ১৩টি বাস, ২৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। তেজগাঁও জনে ৯টি বাস, চারটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা; মিরপুর জোনে ৮টি বাস, তিনটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
অন্যদিকে গুলশান জোনে ১৬টি বাস, পাঁচটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। উত্তরা জোনে বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা; রমনা জোনে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা; লালবাগ জোনে পাঁচটি বাস, তিনটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে