ঢাকায় একদিনে ১৫৫৫ মামলা

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫

ঢাকাকে যানজট বিশৃঙ্খলামুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে একদিনে বিভিন্ন যানবাহনের নামে এক হাজার ৫৫৫টি মামলা করা হয়েছে।  অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান চলমান থাকবে।  প্রয়োজনে আরও জোরদার হবে অভিযান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে জানানো হয়, একদিনে ট্রাফিক-মতিঝিল জোনে ২২টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী জোনে ১৩টি বাস, ২৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। তেজগাঁও জনে ৯টি বাস, চারটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা; মিরপুর জোনে ৮টি বাস, তিনটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।

অন্যদিকে গুলশান জোনে ১৬টি বাস, পাঁচটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। উত্তরা জোনে বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা; রমনা জোনে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা; লালবাগ জোনে পাঁচটি বাস, তিনটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর