৪৫তম বিসিএসে ফাঁকা ৫০২ পদ

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫

৪৫ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এতে দেখা গেছে, বিজ্ঞপ্তিতে থাকা মোট পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদই ফাঁকা রয়েছে। কারিগরি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদ ফাঁকা রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগের ৬ টি বিসিএসের ক্ষেত্রেও পদ ফাকা রেখে চুড়ান্ত ফলাফল প্রকাশের ঘটনা ঘটেছে। তবে এবারের মতো এতো সংখ্যক ক্যাডার পদ ফাঁকা রাখার ঘটনানজির’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এদিকে পদ ফাঁকা রেখে চূড়ান্ত সুপারিশ করায় পিএসসির প্রতি ক্ষুব্ধ বিসিএস  পরীক্ষার্থীরা। তাদের মতে প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় কম প্রার্থীকে উত্তীর্ণ করোনার কারণে শেষদিকে যোগ্য প্রার্থী পাচ্ছে না পিএসসি। ওদিকে  পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, সব সময় যোগ্য প্রার্থীকেই পিএসসি নিয়োগের জন্য  সুপারিশ করে। নিয়োগ শর্ত পূরণ না হলে সেটা উপেক্ষা করার সুযোগ নেই। কারিগরি বা পেশাগত ক্যাডারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণের শর্ত
মানতে
হয়। ফলে সব পদ পূরণ হয় না অনেক সময়। ফাঁকা থেকে যাওয়া পদগুলোতে পরবর্তী বিসিএস থেকে যোগ্য প্রার্থী নেওয়া হয়। তবে  সামনে কীভাবে বেশিসংখ্যক পদে নিয়োগ নিশ্চিত করা যায়, সেটা নিয়ে কাজ করছে পিএসসি।

জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়ার কথা বলা হয়। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী আবেদন করেন। প্রিলিমিনারিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। প্রাথমিক বাছাইয়ে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় মাত্র হাজার ৫৫৮ জন পাস করে।

প্রাপ্ত তথ্যমতে, এর আগের ৬টি বিসিএস মিলিয়ে মোট ৩৬১টি পদ ফাঁকা  থাকে। এর মধ্যে  ৪০তম বিসিএসে  ২৫৬টি, ৪১তম বিসিএসে  ১৬টি, ৪৩তম বিসিএসে   ৫৫টি  এবং ৪৪তম বিসিএসে ৩৪টি পদ ফাঁকা ছিল।  মাঝে  চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস ৪২তম বিসিএসে করোনাকালীন পরিস্থিতিতে বিজ্ঞাপিত পদের চেয়েও বেশি চিকিৎসা ক্যাডার কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হয়। সবশেষ ৪৫তম বিসিএসের মোট পদের প্রায় এক-চতুর্থাংশ পদই ফাঁকা রাখা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 

 



মন্তব্য
জেলার খবর