পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। এর সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনীও। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বের হয় র্যালী, অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে- বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন সেবা, ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প, গবাদি পশু ও হাঁস-মুরগীর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, চিত্রঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রাণিসম্পদ টেকসই উন্নয়নে তরুন ও নারী উদ্যোক্তা এবং অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।