দেশে আগামী জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যে কোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করবে জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েছেন টিকটকের প্রতিনিধি দল।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।
ফেরদৌস মুত্তাকিম আরও জানান, নির্বাচন ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।
বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধি, ৪ নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে