নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে চাপ নেই

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশিদের কোনো চাপ নেই।  নির্বাচন খুবই সুষ্ঠুভাবে, অংশগ্রহণভাবে শেষ হবে।  বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন  অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন কিভাবে হবে না হবে সে ব্যাপারে প্রধান উপদেষ্টা ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে নির্বাচন উপলক্ষে আসেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে তারা। আরও অনেকে ইউরোপীয় ইউরিয়ন থেকে পর্যবেক্ষক আসবে এবং নির্বাচন দেখবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর