মন্তব্য
দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তারা। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (২৪ নভেম্বর) লটারি করে এসপি নির্বাচন করা হয়, ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ লটারি হয়।
এর আগে গত ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলায় এসপি পদায়ন করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে