পর্যবেক্ষকরা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে কাজ করলে পুরো ইমেজ নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেছেন, অনেক তরুণ সংগঠন বা নতুন অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাকে তাদের কর্মীদের নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাদের নিযুক্ত কর্মীদের কখনো বায়াস হওয়া যাবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নির্বাচন কমিশন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নেতারা ও প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আগামী জাতীয় নির্বাচন উপহার দিতে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান তিনি।
পর্যবেক্ষকদের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, তাদের ভূমিক ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা বাড়াবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও দেবে ইতিবাচক বার্তা। তিনি আরও বলেন- পর্যবেক্ষকদের দায়িত্ব পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়। কাউকে প্রভাবিত, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। শুধু রিপোর্ট করবেন, সঠিক সময়ে পরামর্শ দেবেন। এ রিপোর্ট অবশ্যই নিরপেক্ষ, পেশাদার এবং বাস্তবতার প্রতিফলন হতে হবে, যেটা ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার কাজে সহায়তা করবে। পর্যবেক্ষকরা যেন দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে রিপোর্টিং করেন, সে বিষয়ে সতর্ক করেন সিইসি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে