নাটোরের গুরুদাসপুরের এক কৃষকের জমির পাকা ধান কেটে নিয়েছে তার সৎভাইয়েরা। শনিবার সকালে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর সোমবার (২৪ নভেম্বর) বিকালে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম। সেই সংবাদ সম্মেলনে ধান কেটে নেওয়ার বিবরণ দেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ধান কেটে নেওয়ার ঘটনায় তার সৎ ভাই ও স্বজন গাজিউর রহমান, সাদিকুর রহমান, এলেজা বেগম, সাইদুল ইসলাম, ফিরোজ মোল্লাকে অভিযুক্ত করেন।
কৃষক নজরুল জানান, ১৫ কাঠার ওই ধানের জমি নিয়ে তাদের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযুক্তরা সেই জমির উঠতি পাকা ধান জোরপুর্বক কেটে নিতে আসলে বাধা দেওয়া হয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে ধানকেটে নিয়ে যায়। সেই সঙ্গে ভুক্তভোগীর সন্তানদের প্রাণনাশ ও সম্পদ লুটপাটের হুমকি দেয়।
এ ঘটনার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম সোমবার (২৪ নভেম্বর) গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত গাজিউর জানান, নজরুল ও তিনি সহোদর ভাই। বিরোধপুর্ন ওই জমির কোন সাইড উল্লেখ না থাকলেও নজরুল জোর করে রাস্তা সংলগ্ন অংশ দখলে রেখেছেন। সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তারা সালিশের সিদ্ধান্ত মানেনি। ওই জমিতে আমরাই ফসল রোপন করে এখন কেটেছি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে শান্ত রাখতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে