কমনওয়েলথের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। সেই বৈঠকে সমর্থন চান ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন  প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান।  কমনওয়েলথ মহাসচিব এ সময় বলেন, বাংলাদেশের নির্বাচন নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য  প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর