ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে বললেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫

দেশে যারা ব্যবসায়ীরা আছেন, তাদেরকে একটু দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। দাম বৃদ্ধি ইস্যুতে তিনি বলেন,  পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের এভাবে দাম বাড়ে না। যথেষ্ট যৌক্তিক কারণে  বাড়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক চাল আছে, তবুও হঠাৎ এক জায়গায় ওরা মিলেমিশে ... করে।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, চালটা শুধু সরবরাহের  ওপর নির্ভর করে না। সরবরাহ ছাড়াও পরিবেশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ পাইকারী খুচরার ওপর নির্ভর করে।  এটার দায়িত্বে তো  ভোক্তা অধিকারই আছে, স্থানীয় প্রশাসন আছে, ওরা দেখবে।

এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এগুলোর সমাধান রাজনৈতিক সরকার করতে পারে। কারণ তাদের এই মোরাল সমাধান করার... সেটা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেটআপ আছে। প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর