ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত দেওয়ার  জন্য ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।  চিঠি পাঠানোর কথা রোববার (২৩ নভেম্বর)  সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়, এদিনে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। সেই চিঠির জবাব আসেনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর