মন্তব্য
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত আছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন- আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে, সুন্দর একটা নির্বাচন পেতে সরকার ও ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী।
রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশ সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচনে যথাযথভাবে সরকারকে, কমিশনকে সহযোগিতা করব আমরা, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে