সেনাবাহিনীর সহায়তা দরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে  প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কারণে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি আমি।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর