তফসিল ঘোষণা করা না হলেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটারের কথা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে তার সরকার অঙ্গীকারবদ্ধ। তবে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন নির্বাচন কমিশন দ্বারা স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চূড়ান্ত ভোটার তালিকায় ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন পুরুষ ভোটার এবং ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন নারী ভোটার রয়েছে। এর বাইরে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ২৩৪ জন। পুরুষ ভোটার বৃদ্ধি ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধি হার ৪.১৬ শতাংশ।
এর আগে গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। খসড়া সেই তালিকা অনুযায়ী, ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন পুরুষ ভোটার, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন নারী এবং বাকি ১ হাজার ২৩০ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে