মন্তব্য
জামায়াতে ইসলামী যেটা বলছে ওটা না করলে নাকি ভোট হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এ কারণে ভোটকে, নির্বাচনকে এত ভয় পাও তোমরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনসিপির ভোটটা কীভাবে হবে, সে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। সে কারণে জামায়াতের সঙ্গে সুর মেলায় তারা। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এটা মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।
৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে তার দায় বিএনপি নেবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে