পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার পরিষদ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়।

প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান তাহমিনা ইয়াসমিন। প্রশিক্ষণে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর