মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৫

ঢাকার মিরপুরের রূপনগর এলাকায়  শাহআলম কেমিক্যাল গোডাউন এবং  পোশাকের একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। একই সঙ্গে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা হারে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কর্মদিবসের মধ্যে  বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।  জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কর তাজুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ,দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত নিহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি না  খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর