নাটোরের গুরুদাসপুরে অসুস্থ ও অসহায় ১৫ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে রাশিদ-নিলু ফাউন্ডেশন। সোমবার (৬অক্টোবর) শহরের চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জানা যায়, আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলামের সহায়তায় সুফলভোগীদের মাঝে একত্রে ১ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গুরুদাসপুর যুব বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যোগেন্দ্র নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খলিফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,জাহিদুল ইসলাম ফকির,চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী অক্কাছ,রুবেল আলী প্রমুখ।
উপকারভোগীরা আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম ও তার সহধর্মিনী নিলুর দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য রাশিদ-নিলু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অস্বচ্ছল,অসুস্থ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা দিয়ে আসছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে