গুরুদাসপুরে ১৫ দরিদ্রের পাশে দাঁড়ালো রাশিদ-নিলু ফাউন্ডশন

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৬ অক্টোবর ২০২৫

নাটোরের গুরুদাসপুরে অসুস্থ অসহায় ১৫ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে রাশিদ-নিলু ফাউন্ডেশন। সোমবার (৬অক্টোবর) শহরের চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

জানা যায়, আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলামের সহায়তায় সুফলভোগীদের মাঝে একত্রে লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গুরুদাসপুর যুব বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যোগেন্দ্র নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  খলিফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,জাহিদুল ইসলাম ফকির,চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী অক্কাছ,রুবেল আলী প্রমুখ।

উপকারভোগীরা আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তার সহধর্মিনী নিলুর দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য রাশিদ-নিলু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অস্বচ্ছল,অসুস্থ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা দিয়ে আসছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর