নজরদারি আরও বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাসিবাদী কর্মকাণ্ডের হোতাদের ওপর গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসী কার্যক্রম যে কোনোভাবে বন্ধ করা এবং তাদের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনার কথা বলা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিষিদ্ধ দল বা সংগঠন ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা জামিন যেন না পায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে সারা দেশের চাঁদাবাজদের শনাক্তসহ তাদের পুর্নাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে।  

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি জোরদারের পাশাপাশি তাদের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে জামিনে মুক্ত হিযবুত তাহরীরের চিহ্নিত সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দেওয়া হয়। সন্ত্রাসীরা পুনরায় অপরাধে জড়ালে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তর, বিজিবি, কোস্টগার্ড, এনএসআই, ডিজিএফআই এসবিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণে মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী বক্তব্য প্রচার অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে।

এদিকে বৈঠকে জাতীয় নির্বাচন কেন্দ্র করে নতুন অস্ত্রের লাইসেন্স দেওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। শুধু সরকারি কর্মকর্তা অনুমোদিত সিকিউরিটি সার্ভিস ছাড়া অন্য কাউকে অস্ত্রের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। বিষয়ে বিভাগীয় কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ওদিকে ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে কোনো ওয়ারেন্টভুক্ত আসামি দেশত্যাগ যেন করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।  ডিজিএফআইসহ সব গোয়েন্দা সংস্থাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর