মাদক আসছে, পরিবর্তে চলে যাচ্ছে চাল, সার ও ওষুধ

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫

বিভিন্ন রুটে দেশে মাদক প্রবেশ করছে। এর পরিবর্তে চাল, সার ওষুধ চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন  উপদেষ্টা। এ সময় মাদক নিয়ন্ত্রণ অন্যান্য প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মাদক সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,  শুধু কক্সবাজার চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল সার চলে যাচ্ছে। তবে বর্তমানে প্রচুর পরিমাণে  মাদক ধরা হচ্ছে। ফলে মাদকের দাম বেড়ে গেছে।

কৃষকের আলুর ন্যায্য মূল্য প্রসঙ্গে উপদেষ্টা জানান, কৃষক আলুর দাম পাচ্ছে না। তারা আগামীতে আলু চাষ না করলে আলুর দাম বেড়ে যাবে।

 

বিডি২৪অনলাইন/ এনই/এমকে



মন্তব্য
জেলার খবর