২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে তার আগেই দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে থাকার বিষয়টি রোববার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে ৮০ হাজার স্বেচ্ছাসেবী মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হবে। পূজা ঘিরে আমাদের সবার সতর্ক থাকতে হবে।

তিনি জানান, এ বছর এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় যারা প্রতিমা ভেঙেছেন, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর