মন্তব্য
সংস্কার কমিশনগুলোর দেওয়া সংস্কার প্রস্তাবের চেয়েও বেশি সংস্কারের কাজ করেছে মন্ত্রণালয় ও উপদেষ্টারা। স্বতঃপ্রণোদিত হয়ে যে সংস্কারগুলো করেছে, সেগুলোর তালিকা করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক ৪ নেতার সফরসঙ্গী হওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জাতিসংঘের এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের অংশীদার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গী হচ্ছেন তারা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে