পূজামণ্ডমের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫

দেশে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদে উদযাপিত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত সভায় এ কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, প্রাক-পূজা, পূজা চলাকালীন, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী সময় মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম  ইতোমধ্যে শুরু হয়েছে

দুর্গাপূজা চলাকালে পোশাকধারী সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। পুলিশ হেডকোয়ার্টার্স বিভিন্ন ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে, জানান আইজিপি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর