দেশে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এ কথা বলেন।
দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, প্রাক-পূজা, পূজা চলাকালীন, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী সময় মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে ।
দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। পুলিশ হেডকোয়ার্টার্স ও বিভিন্ন ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে, জানান আইজিপি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে