অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত। এজন্য তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়।

যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন তাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা  দেশেই পেতে পারি আমরা- যোগ করেন উপদেষ্টা।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে  



মন্তব্য
জেলার খবর