৯ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫

বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ক্ষমতা বাড়াতে খুলনা বিভাগে  ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার। এতে ব্যয়ের বরাদ্দ ধরা হয়েছে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠকে অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

জানা গেছে, উপকেন্দ্রগুলো নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছে।  এর মধ্যে ২টি প্রস্তাব কারিগরি আর্থিকভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা। দাপ্তরিক প্রাক্কলিত দর অপেক্ষা সুপারিশ করা দর .৪৮ শতাংশ বেশি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর