গত আগস্ট মাসে ৪৯টি দুর্নীতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ২১ জন সরকারি চাকরিজীবী, ৪৫ জন ব্যবসায়ী, ৯ রাজনীতিবিদ এবং ২০৩ জন বেসরকারি চাকরিজীবীসহ মোট ৩১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের উপপরিচালক জানান, গত আগস্ট মাসে ২৮টি মামলায় চার্জশিট দিয়েছে কমিশন। এসব মামলায় আসামির সংখ্যা ১১১ জন। এ মাসে ১১২টি অভিযোগ অনুসন্ধানের পাশাপাশি ৫১ জনকে সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ অনুমোদন দিয়েছে কমিশন।
গত বছরের আগস্ট থেকে গত জুন পর্যন্ত ১১ মাসে ১২ হাজার ৮২৭টি অভিযোগ জমা পড়েছে দুদকে। এর মধ্যে ৭৬৮ অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে। ৩৯৯টি মামলা ও ৩২১টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এ মধ্যে ১ হাজার ৪৩২ জন মামলার ও ১ হাজার ৩৫৬ জন চার্জশিটভুক্ত আসামি। আসামিদের মধ্যে ৩৪৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ১১৪ জন ব্যবসায়ী, ৯২ জন রাজনীতিবিদ এবং ৭১৫ জন বেসরকারি চাকরিজীবীসহ অন্যান্য পেশার ব্যক্তিরা রয়েছে। বাকিরা বিভিন্ন পেশার চার্জশিটভুক্ত আসামি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে