সারাদেশে গেল আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং আহত হয়েছেন ৭৯১ জন। নিহতের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৩৪ জন। এ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৪৫১টি। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৪৪টি, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনার বাইরে এ মাসে ১৯টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এছাড়া ৯ জন নিখোঁজ রয়েছেন। আর ৩৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে ফাউন্ডেশনটি এ প্রতিবেদনটি করেছে। নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল চালক ও আরোহী ১৩২ জন, বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ২১৪টি জাতীয় মহাসড়কে, ১৩৫টি আঞ্চলিক সড়কে, ৪২টি গ্রামীণ সড়কে এবং ৬০টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে— ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে