মন্তব্য
অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করার কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেছেন- কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন। ঢাকার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এ সভা হয়।
ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে। আর আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে