যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে আরও শুল্ক ছাড়ের পথ তৈরি হবে। এটা দুই দেশের জন্যই টেকসই লাভজনক বাণিজ্য অংশীদারত্বে সহায়তা করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ। বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।

চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া দ্রুত সই হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ। তাই প্রক্রিয়া আরও সহজ আশাব্যঞ্জক।

প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। সেই সঙ্গে আন্তর্জাতিক শ্রমমান ন্যায্য বাণিজ্য অনুশীলন রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। . ইউনূস বলেন, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দরজা যেন আরও প্রসারিত হয় সেটা নিশ্চিত করতে হবে।

বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল এবং তুলা সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও কথা হয়।

বৈঠকে শুল্কচুক্তি ক্রয় প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন ব্রেন্ডন লিঞ্চ। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়া পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর