ডিসি পদে আরও পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫

বর্তমানে দেশের ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসনে ডিসি পদে দায়িত্বে আছেন। নির্বাচনের আগে ডিসি পদে থাকা ২৪তম বিসিএসের কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে নতুন ডিসি। এক্ষেত্রে ২৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া ২৭তম বিসিএসের কর্মকর্তারাও  ডিসি পদে নিয়োগ পাবেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রের বরাতে গণমাধ্যমে আসা খবরে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, নতুন ডিসি নিয়োগের যোগ্য কর্মকর্তা বাছাই করা হচ্ছে। এ কার্যক্রম শেষে শিগগিরই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। তবে কয়টি জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হবে, সে  বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত  হয়নি। যদিও ইতোমধ্যে ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে ছয় জেলায়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলা হচ্ছে সরকার থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশনও।

জাতীয় নির্বাচনে ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার রেওয়াজ রয়েছে। তবে আগামী নির্বাচনে তাদেরকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু নতুন ইতোমধ্যে ডিসি পদায়ন হয়েছে। সামনে আরও হবে। ডিসি পদে যুগ্মসচিব পদমযাদায় অনেক আছেন, নির্বাচনের আগে যুগ্মসচিবদের তুলে আনা হবে। সেই সব জায়গায় পরিবর্তন করতে হবে।

ডিসি নিয়োগে জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে জানিয়ে মোখলেস উর রহমান আরও জানান, পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটি আছে। ডিসি ফিটলিস্ট হয়। এরপর কমিটিতে সেই ফিটলিস্ট তোলা হয়। সেখান থেকে ডিসি পোস্টিং হয়। ডিসিসহ মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে প্রত্যাহারসহ তাকে প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

বিডি২৪অনাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর