জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটা জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকসু জাকসু নির্বাচন, রোহিঙ্গা সাগরের ইলিশ মাছ এসব নিয়েও আলোচনা হয়েছে। তবে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর