জুলাই মামলার কার্যক্রম গতিশীলের করতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাসহ গুরুতর অপরাধের ঘটনায় চার্জশিট দাখিল করা মামলাগুলোর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু গতিশীল করতে একটি কমিটি গঠন করা হয়েছে।  ৭ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আইন বিচার বিভাগের অতিরিক্ত সচিব।

সোমবার ( সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি  জানানো হয়েছে৷ কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নয়), পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়), জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী; জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী এবং আইন বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর (কমিটির সদস্য-সচিব)

এ কমিটি জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে। চার্জশিট দাখিল করা মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠাবে। কমিটির কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং মামলার ভিকটিম সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে সরকারের কাছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর