নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা ঢুকেছে দেশে

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৫

 

গত এক মাসে নতুন করে  ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।  তারা বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।  সোমবার ( সেপ্টেম্বর)  এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-তে এ প্রেস বিফ্রিং হয়। মো. শফিকুল ইসলাম আরও বলেন, বিগত এক মাসে  আইনশৃঙ্খলা বাহিনী   লাখ ১২ হাজার পিস ইয়াবা, কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার কসমেটিক্সসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে। যৌথবাহিনী এফডিএমএন ক্যাম্প এর আশপাশের এলাকা থেকে ৯টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গোলাবারুদ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করেছে। সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ২৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।

শফিকুল ইসলাম আরও জানান,  গত বছরের আগস্ট থেকে পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে হাজার ৭৯৪টি অস্ত্র লাখ ৯০ হাজার রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৭ হাজার ৯২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর