গত এক মাসে নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তারা বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এ প্রেস বিফ্রিং হয়। মো. শফিকুল ইসলাম আরও বলেন, বিগত এক মাসে আইনশৃঙ্খলা বাহিনী ৯ লাখ ১২ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার ও কসমেটিক্সসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে। যৌথবাহিনী এফডিএমএন ক্যাম্প ও এর আশপাশের এলাকা থেকে ৯টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করেছে। সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।
শফিকুল ইসলাম আরও জানান, গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৭ হাজার ৯২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে