মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকুরি পাওয়ার পর কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির ছেলে জাহিদুল ইসলাম। কনস্টেবল পদে নিয়োগ পাওয়া জাহিদুল ধাপে ধাপে পদন্নোতি পেয়ে পরিদর্শক হয়ে এখন কর্মরত আছেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে।
এ অধিদপ্তরে চাকরি করেই জাহিদুল পঞ্চগড় ও রংপুরে একাধিক বাড়ি করেছেন, কিনেছেন বিঘা বিঘা জমি। পাশাপাশি ব্যাংকে জমিয়েছেন মোটা অঙ্কের টাকা। তার এত সম্পদ অর্জনের বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
জাহিদুল পঞ্চগড়ের চাকলাহাট মালিরডাঙ্গা এলাকার মৃত সামসুল হকের ছেলে। তারা পাঁচ ভাই, তিন বোন। তার বাবা টুনিরহাট উচ্চ বিদ্যালয়ের বিনা বেতনের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
কয়েক বিঘা জমি ছিল তার বাবার। বলা যায়, তখন নুন আনতে পানতা ফুরাতো সামসুল হকের পরিবারে। প্রায় ১৮ বছর আগে জাহিদুল এইচ এসসি পাশ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল পদে নিয়োগ পায়।
স্থানীয়রা বলছেনম এখন এলাকায় কেউ জমি বিক্রি করতে চাইলে বাজার দরের চাইতে বেশি দামে জাহিদুল ক্রয় করেন। অন্য কারো নেওয়ার কোন সুযোগ তিনি দেন না। কিভাবে এতো অর্থের মালিক হলেন তিনি, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
অনুসন্ধানে জানা যায়, তার গ্রামের বাড়ি চাকলাহাট মালিরডাঙ্গা এলাকায়। সেখানে টিনশেডের বাড়ি, আরাজি বেরুবাড়ি, কাজলদিঘী ও কাজলদিঘী পুরানিগ্রাম মৌজায় ৫০-৬০ বিঘা জমি ক্রয় করেছেন। পঞ্চগড় শহরের রৌশনাবাগ ভুতেরডাঙ্গায় জমি ক্রয় করে গড়েছেন টিনশেডের বাড়ি। রংপুর মহানগর সর্দারপাড়া রোড, হাজী পাড়া মোড়ে পাঁচ শতক জমি ক্রয় করে ১০ তলা ফাউন্ডেশনের চার ও পাঁচ তলার কাজ চলমান।
সেখানকার স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, জমির দাম এখানে প্রতি শতক ৩০ লাখ টাকা। সে হিসেবে ৫ শতক জমির দাম দেড় কোটি। সাথে বাড়ি নির্মাণ খরচ প্রায় আরো এককোটি টাকা। জাহিদুল ১৭ তম গ্রেড দিয়ে চাকুরি শুরু করে বর্তমানে পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে ৯ম গ্রেডের বেতন পান। সে হিসেবে তার ১৮ বছরে গড়ে বেতন পায় ৫০-৬৫ লাখ টাকা। সেখান থেকে তার পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ, লেখাপড়ার খরচ, চালাতে হয়।
অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদের কাছে মুঠোফোনে অঢেল সম্পত্তির বিষয়টি জানতে চাইলে কলটি কেটে দেন তিনি। পরে বার বার ফোন দিলেও আর ধরেননি।
বিষয়টি সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক উর্মি দে বলেন, অঢেল সম্পত্তির বিষয়টি তার ব্যক্তিগত বিষয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে