৩ বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৫

তিন বছরেরও বেশি সময়ের মধ্যে গত আগস্ট মাসে দেশে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি   দশমিক ২৯ শতাংশে দাঁড়ায়। এর আগের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল দশমিক ৫৫ শতাংশ। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্যমূল্যস্ফীতি সামান্য বেড়েছে। আগস্ট খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল দশমিক ৬০ শতাংশ, জুলাইয়ে ছিল দশমিক ৫৬ শতাংশ।

রোববার ( সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিএস জানায়, তিন বছর আগে ২০২২ সালের আগস্টে দশমিক ৫২, ২০২৩ সালের আগস্টে দশমিক ৯২ গত বছরের আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ ছিল সার্বিক খাতের মূল্যস্ফীতি।

প্রাপ্ত তথ্যমতে, গত আগস্ট মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে দশমিক ৯০ শতাংশ হয়েছে, জুলাই মাসে এটা ছিল দশমিক ৩৮ শতাংশ। ২০২৪ সালের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দশমিক ৭৪ শতাংশ ছিল,  আর খাদ্যমূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।  

এদিকে, টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে পিছিয়ে রয়েছে। গত আগস্টে স্বল্প আয়ের দক্ষ অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশে। মজুরির প্রভাবে নিম্ন আয়ের পরিবারের জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তুলেছে। কেননা মূল্যস্ফীতির সঙ্গে মজুরিও না বাড়লে ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেন তারা।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর