গত জুলাই ও আগস্ট মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল পরিশোধ করার পর দেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল বৃহস্পতিবার আকুতে প্রায় ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে আগের দিনের তুলনায় রিজার্ভ কমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার।
বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এখন রিজার্ভ নেমে এসেছে ২৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।
প্রাপ্ত তথ্য বলছে, বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এর পরিমাণ ছিল ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে গত মে ও জুন মাসে আকুর আমদানি বিল হিসেবে ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়। সেই তুলনায় জুলাই ও আগস্টে আমদানি কিছুটা কমেছে। বিলের চাপও কিছুটা হালকা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আকু বিল নিয়মিত পরিশোধ করায় রিজার্ভ ওঠানামা করবে। কিন্তু সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হচ্ছে রিজার্ভের স্তর কমপক্ষে ২৫ বিলিয়ন ডলারের ওপরে ধরে রাখা। এ জন্য রেমিট্যান্স প্রণোদনা অব্যহত রাখার পাশাপাশি রপ্তানি আয়ের ডলার দেশে ফেরত আনার বিষয়ে কঠোরতা বাড়ানো হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে