এখন তেল দেওয়া শুরু করলে নির্বাচনের পর শেষ হয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৫

পুলিশকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার ও কোনো দলের দিকে না যাওয়ার  কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন তেল দেওয়া শুরু করলে আপনাদের তেল নির্বাচনের পর শেষ হয়ে যাবে। তাই এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ রাখবেন। পরে তেলটা কাজে লাগাতে পারবেন।

রোববার ( সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করতে পুলিশকে চেষ্টা করার কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সব কাজ জনস্বার্থে আইন দ্বারা পরিচালিত হবে । কোনো  রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। পেশীশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এটা মনে রাখবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর