দেশের প্রাথমিক বিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছে সরকার। তবে সাপ্তাহিক ছুটি দুদিনই থাকছে। রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
উপদেষ্টা বলেন, এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অপ্রয়োজনীয় ছুটি কমানো হতে পারে। এটা চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে। শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি ৭৬ দিন, কলেজের ক্ষেত্রে এ ছুটি ৭১ দিন। এর বাইরেও নানা কারণে হঠাৎ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এতে শিখন ঘাটতি তৈরি হয়। এ শিখন ঘাটতি দূর করতে বার্ষিক ছুটি কমানোর চিন্তা করছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে ছুটি কমানের পরিকল্পনা করছে সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে