ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৩শ’ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।
জানা গেছে, সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি আসনের সীমানা বহাল রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য। বাকিগুলোতে পরিবর্তন আনা হয়েছে। গত ৩০ জুলাই ইসি থেকে ৩শ’ আসনের খসড়া প্রকাশ করা হয়। এরপর এ বিষয়ে দাবি-আপত্তি শুনানি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত সীমানা পুনর্র্নিধারণ করা হয়েছে।
খুব সুচারুভাবে ও বিশেষায়িত কমিটি দিয়ে এবারে সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গতবারের চেয়ে এবার গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি আসন করা হয়েছে। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ত্রয়োদশ নির্বাচনে সংসদীয় আসনের সীমানায় বেশি পরিবর্তন এসেছে। চূড়ান্ত এ সীমানা নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার আর সুযোগ নেই বলে জানা গেছে।
পরিবর্তন আনা আসনগুলোর মধ্যে রয়েছে- পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩, সিরাজগঞ্জ-১ ও ২, পাবনা-১ ও ২, বাগেরহাট-১, ২ ও ৩; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৬ ও ১০; নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।
এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। এখন নির্বাচন প্রস্তুতির অন্যান্য কাজ শেষ হবে খুব দ্রুত। সংসদীয় এলাকা চূড়ান্ত হওয়ায় নির্বাচন নিয়ে নিজেদের দ্রুত গুছিয়ে নিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। নির্বাচনের মাস দুয়েক আগে তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে