লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন হবে না

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৫

লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করা হবে না বলে জানিয়েছেন  জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রসঙ্গে বলেছেন, মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহারসহ আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ( সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব।

সিনিয়র সচিব বলেন, মাঠপ্রশাসন বলতে আমি যাদের বুঝি বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও- ওনারা নির্বাচনের সঙ্গে জড়িত। এসিল্যান্ড এবং অন্যান্য অফিসাররা ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি।

সিনিয়র সচিব আরও বলেন,  রিটার্নিং অফিসার কারা হচ্ছে, সেটা তফসিল ঘোষণার পর নির্ধারিত হবে। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি কাজ করতে পারবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর