মহেশখালী-মাতারবাড়ীতে শুধু গভীর সমুদ্রবন্দর নয়, সেখানে এক নতুন শহর গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বলেছেন, সেখান থেকে তৈরি হবে আমাদের আন্তর্জাতিক কানেক্টিভিটি। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।
বুধবার (৩ সেপ্টেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
বৈকে গভীর সমুদ্র নিয়ে গবেষণার ওপর বিশেষভাবে জোর দেন প্রধান উপদেষ্টা। মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেইনিং ফ্যাসিলিটি গড়ে তোলার ওপরেও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রয়োজনে বিশ্বের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন প্রফেসর ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি। ওটা নিয়ে চিন্তাও করিনি। এ বিষয়ে গবেষণা, ফাইন্ডিংস নেই। এ সম্পর্কিত কী কী গবেষণা আছে, অন্য দেশের গবেষণাপত্র যেটা আমাদের সঙ্গেও মিলবে ভালো সেগুলো খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে নিজস্ব গবেষণা করতে হবে। এজন্য প্রতিষ্ঠান দরকার। একাডেমিয়া গড়ে তুলতে হবে, ওশান ইকনোমি নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে হবে।’
প্রধান উপদেষ্টা বলেন, সেখানকার বনভূমি কী অবস্থায় আছে, ভবিষ্যতে বনভূমিগুলোকে কী অবস্থায় দেখতে চাই, সেই পরিকল্পনাও করতে হবে আমাদের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে