মন্তব্য
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে, সেটা নিয়ে মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বলেছেন, আলোচনা করে এ সমস্যা সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা কাযক্রম ব্যাহত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে।
উপদেষ্টা আরও বলেন, চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে শিক্ষা মন্ত্রণালয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে