মন্তব্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। চিঠিতে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে